শহরে ফায়ার সার্ভিসের গাড়ি চাপায় নিহত- ২, আহত প্রায় ১৫

Ho


 শীতলক্ষ্যা রিপোর্ট

শহরের চাষাঢ়ায় ফায়ার সার্ভিসের চলন্ত গাড়িতে স্ট্রোক করেন সেই গাড়ির চালক জাহাঙ্গীর। ধারণা করা হচ্ছে, চলন্ত গাড়িতেই মৃত্যু হয় তার। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাস, প্রাইভেটকার, ট্রাক, পিক-আপ ভ্যান, ৪ থেকে ৫টি রিক্সাসহ একাধিক গাড়িকে দুমড়ে-মুচড়ে দেয়। সোমবার (২৪ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ঘটে মর্মান্তিক দূর্ঘটনা।


এতে ঘটনাস্থলেই প্রান হারায় ফায়ার সার্ভিসের গাড়ি চালকসহ ২ জন। এছাড়াও, গুরুতর আহত হয়েছে নারী ও শিশুসহ বিভিন্ন পরিবহনের প্রায় ১২ থেকে ১৫ জন।


 


 


স্থানীয়রা জানায়, শহরের বঙ্গবন্ধু সড়ক দিয়ে হুইসেল বাজিয়ে জরুরি সেবা দেয়ার জন্য ভালোভাবেই যাচ্ছিলো একটি ফায়ার সার্ভিসের গাড়ি। পরে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহিদ মিনারেল সামনে এসে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। এতে, প্রথমে সামনে থাকা আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহি বাসকে ধাক্কা দেয়। পরে একটি ইজিবাইকে দুমড়ে মুচড়ে বিপরীত পথে(ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের শহর মুখি)

গিয়ে সিগনালে দাঁড়িয়ে থাকা, একটি প্রাইভেটকার, চারটি ব্যাটারী চালিত অটোরিকশাসহ কমকরে ৮ থেকে ১০টি গাড়িকে চাপা দেয়। ফলে দুমড়ে-মুচড়ে যায় একটি বাসের একাংশ ও ৪টি ব্যাটারি চালিত ইজিবাইক।


 


 


এতে ঘটনাস্থলেই আনন্দ বাসের নিচে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে এক রিকশা চালক নিহত হয়। এছাড়াও ব্যাটারী চালিত অটোরিকশার ৯ যাত্রীসহ আশপাশের পথচারী মিলিয়ে কমককে ১২ থেকে ১৫ জন গুরুতর আহত হয়েছেন।


 


 


আহতেদর আশপাশের লোকজন উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের অবস্থার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


 


 


বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত রিকশা চালকের মরদেহ আনন্দ পরিবহনের গাড়ির প্লেট কেটে বের করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।


 


 


এদিকে দুর্ঘটনার পর থেকে শহরের চাষাঢ়া ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে যানজটের সৃষ্টি হয়।


 


 


এ ব্যাপারে ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপ-পরিচালক আক্তারুজ্জামান জানান, কী কারণে তাদের গাড়ির চালক জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত করে বলা যাবে।


 


 


তবে চলন্ত গাড়িতে চালক জাহাঙ্গীর আলম স্ট্রোক করে মারা গেছেন বিষয়টি গাড়িতে তার সঙ্গে থাকা অপর আরেক কর্মী জানিয়েছেন।

Post a Comment

0Comments
Post a Comment (0)